প্রশ্ন: বরগুনা জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: বরগুনা জেলার সীমানা কি?
উ: বরগুনা জেলার সীমানা:
✅ উত্তরে: পটুয়াখালী ও ঝালকাঠি
✅ দক্ষিণে: পটুয়াখালী ও বঙ্গোপসাগর
✅ পূর্বে: পটুয়াখালী
✅ পশ্চিমে: বাগেরহাট জেলা
প্রশ্ন: বরগুনা জেলার আয়তন কত?
উ: ১৮৩১.৩১ বর্গ কি:মি:।
প্রশ্ন: বরগুনা জেলার গ্রাম কতটি?
উ: ৫৯৩ টি।
প্রশ্ন: বরগুনা জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৪২ টি।
প্রশ্ন: বরগুনা জেলার উপজেলা কতটি ও কি কি?
উ: ৬ টি। বরগুনা সদর, পাথরঘাটা, বামনা, বেতাগী, ও তালতলী।
প্রশ্ন: বরগুনা জেলার পৌরসভা কতটি?
উ:৪ টি। বরগুনা, পাথরঘাটা, আমতলী, বেতাগী।
প্রশ্ন: বরগুনা জেলার নদ-নদী কি কি?
উ: বুড়িশ্বর, খাকদোন, হরিণঘাটা, বিষখালী, ধলেশ্বর, আঁধার মানিক, চেঘাই, রাজগঞ্জ নদী প্রভৃতি।
প্রশ্ন : বরগুনা জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: জাগ্রত বরগুনা।
প্রশ্ন: বরগুনা জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: তাঁত শিল্প, কুটির শিল্প, সম্বমিল, কলম কারখানা, সাবান ফ্যাক্টরি প্রভৃতি।
প্রশ্ন: বরগুনা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: তালতলীর বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ একাডেমি, বেতাগীর বিবিচিনি মসজিদ, টেপুরার গাজী কালুর মাজার, চাওড়া পাতাকাটার মাটির দুর্গ।
প্রশ্ন: বরগুনা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: আবদুল আজিজ মাস্টার, ডা: এন্তাজ উদ্দিন, দেলোয়ার হোসেন মন্টু, মতিউর রহমান তালুকদার, গাজী আলী আহমেদ।